ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে জাল ডলারসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৯
কিশোরগঞ্জে জাল ডলারসহ আটক ২ আটক। ছবি: বাংলানিউজ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় একশ ডলার মূল্যমানের ১৭৬টি জাল ডলারসহ দুই জনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪) এর সদস্যরা।

মঙ্গলবার (০৫ ফেব্রুয়ারি) রাতে পাকুন্দিয়া উপজেলার ভিটিপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান র‍্যাব-১৪ এর কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার বিএন এম শোভন খান।

আটককৃতরা হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার সারুয়াকান্দি এলাকার মৃত আব্দুল রহিমের ছেলে আবু বাক্কার (৬৫) ও বড় খালেরপাড় এলাকার মৃত সাহেদ আলীর ছেলে মো. বাদল (৩৫)।

কোম্পানি কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার ভিটিপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একশ ডলার মূল্যমানের ১৭৬টি জাল ডলার জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে পাকুন্দিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন আছে বলেও এসময় জানান তিনি।

বাংলাদেশ সময় : ০৭৪৬ ঘন্টা, ০৬ ফেব্রুয়ারি, ২০১৯

এইচএমএস/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।