ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় বাসচাপায় অটোরিকশা যাত্রী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৯
কুমিল্লায় বাসচাপায় অটোরিকশা যাত্রী নিহত

কুমিল্লা: কুমিল্লা মহানগরে বাসচাপায় সাহেব আলী (৫২) নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

বুধবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে মহানগরের ২২ নম্বর ওয়ার্ডের কচুয়া চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাহেব আলী কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের কিছমত গ্রামের বাসিন্দা।

তিনি কুমিল্লা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিতে অফিস সহকারী পদে কর্মরত ছিলেন।  

আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর দক্ষিণ থানার ইন্সপেক্টর (তদন্ত) কমল কৃষ্ণ ধর বাংলানিউজকে জানান, সকালে কচুয়া চৌমুহনী এলাকায় কান্দিরপাড়গামী একটি অটোরিকশার সঙ্গে ভাতেশ্বরগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাহেব আলী নামে অটোরিকশার এক যাত্রী নিহত হন। এসময় আহত হন আরো তিন যাত্রী।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৯, আপডেট: ১৫২৯ ঘণ্টা
এএমএ/আরবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।