ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৯
কেরানীগঞ্জে কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে মাহমুদ হাসান (২২) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে কেরানীগঞ্জ মডেল থানাধীন খালপাড় চড়াইল এলাকার জনৈক কাকন মিয়ার বাড়ির ৩ তলা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হাসান কবি নজরুল সরকারি কলেজের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলো।

 

ময়নাতদন্তের জন্য মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

নিহতের বড় ভাই মেহেদী হাসান বাংলানিউজকে বলেন, ‘আমার ভাই পড়ালেখার পাশাপাশি একটি স্বর্ণের দোকানে চাকরি করত। সে আমাদের কিছু না জানিয়ে বন্ধুর বাসায় থাকার কথা বলে পাঁচদিন আগে ওই বাসাটি ভাড়া নেয়। কিন্তু সে আত্মহত্যা কেনো করল সেটাই বুঝতে পারছি না। ’

কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ আলম বাংলানিউজকে বলেন, বুধবার (৬ ফেব্রুয়ারি) সকালে নিহতের বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

তবে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।