ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীতে অবৈধ সিম নিবন্ধন চক্রের ৫ সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৯
পটুয়াখালীতে অবৈধ সিম নিবন্ধন চক্রের ৫ সদস্য আটক মোবাইলের সিমসহ আটক ব্যক্তিরা। ছবি: বাংলানিউজ

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় অবৈধভাবে মোবাইলের সিম রেজিস্ট্রেশন চক্রের ৫ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৮) সদস্যরা। 

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে অভিযান চালিয়ে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের বটতলা থেকে বিভিন্ন কোম্পানির ১৬০টি সিমসহ তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- ধানখালী পাচজুনিয়া এলাকার বাসিন্দা মো. আবুল কালাম আজাদের ছেলে ইলিয়াছ (২৮), চরনিশানবাড়িয়া এলাকার বাসিন্দা মো. আনোয়ার হোসেন মল্লিকের ছেলে জাহাঙ্গীর মাঝি (৪০), একই এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে মোস্তাফিজুর রহমান (১৯), মজিদপুর এলাকার বাসিন্দা মো. আব্দুল মোতালেব আকনের ছেলে আল মামুন ও কমরপুর এলাকার বাসিন্দা মো. ইউসুফ আলীর ছেলে আল আমিন (২৮)।

র‍্যাব-৮ ক্যাম্পের অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের বটতলা এলাকায় অভিযান চালিয়ে অবৈধ সিম ক্রয় বিক্রয় চক্রের ৫ সদস্যকে আটক করা হয়। এরা দীর্ঘদিন ধরে বিভিন্ন লোকের নামে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করে বিক্রি করে আসছিলো। এতে নিজের অজান্তে অনেকেই বিপদের সম্মূখিন হয়ে পড়ছে। এছাড়াও অন্যের অনুমতি ছাড়া ও তথ্য ব্যবহার করছিলো তারা। যা সম্পূর্ণ বেআইনি ও অপরাধ।      

এ ব্যাপারে কলাপাড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।