ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

চিলমারী-ঢাকা আন্তঃনগর ট্রেনের দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৯
চিলমারী-ঢাকা আন্তঃনগর ট্রেনের দাবিতে মানববন্ধন মানববন্ধন, ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুর উপজেলায় চিলমারী-ঢাকা আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা শহরের বড় মসজিদ মোড়ে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে রেল, নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণ-কমিটি।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা,  বেসরকারি গবেষণা সংস্থা সুশাসনের জন্য নাগরিকের (সুজন) উপজেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার, জেলা আহ্বায়ক গণ-কমিটির সদস্য মাসুম করিম, গণ-কমিটির উলিপুর সভাপতি আপন আলমগীর, সাধারণ সম্পাদক নুর আমিন।

বক্তারা অবিলম্বে চিলমারী-ঢাকা আন্তঃনগর ট্রেন চালুর দাবি জানান। কুড়িগ্রামবাসীর দাবির পক্ষে সংগঠনটি দীর্ঘদিন ধরে আন্তঃনগর ট্রেনের দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন অব্যাহত রেখেছে।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৯
এফইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।