ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ৩ কোচিং সেন্টার-কিন্ডারগার্টেন সিলগালা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৯
ময়মনসিংহে ৩ কোচিং সেন্টার-কিন্ডারগার্টেন সিলগালা

ময়মনসিংহ: সরকারি আদেশ অমান্য করে বাইরে তালা দিয়ে গোপনে ভেতরে ক্লাস পরিচালনা করায় ময়মনসিংহে দু’টি কোচিং সেন্টার ও একটি কিন্ডারগার্টেনকে সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান শহরের বাউন্ডারি-নাহার রোডে এসব অভিযান পরিচালনা করেন।  

জানা যায়, শহরের বাউন্ডারি রোড এলাকার নাজমুল ইংলিশ একাডেমি ও সিদ্দিক স্যারের বেসিক বাংলা এবং নাহার রোডের মাইলস্টোন কিন্ডারগার্টেনে বাইরে থেকে তালা দিয়ে ভেতরে ক্লাস চলছিল।

এসময় সেখানে অভিযান পরিচালনা করে সিলগালা করে দেওয়া হয়।  

এসময় নাজমুল ইংলিশ একাডেমির পরিচালক নাজমুল ও সিদ্দিক স্যারের বেসিক বাংলার মালিক আবু বক্কর সিদ্দিককে আটক করা হয়।  

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৯
এমএএএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।