ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৯
বরিশালে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১২

বরিশাল: বরিশাল নগরের বান্দ রোড এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২ মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (০৬ ফেব্রুয়ারি) গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। দুপুরে নগর পুলিশের মুখপাত্র ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি) নাসির উদ্দিন মল্লিক বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার (০৫ ফেব্রুয়ারি) দিনগত রাত দেড়টা থেকে ভোর পর্যন্ত কোতোয়ালি মডেল থানা ও ডিবি পুলিশ যৌথভাবে নগরের বান্দ রোডের রাজ্জাক স্মৃতি কলোনিতে (কেডিসি বসতি) অভিযান চালায়। অভিযানে সেখান থেকে মাদক সম্রাজ্ঞী ফরিদা, লাভনী ও বুলবুলসহ ১২ জনকে আটক করা হয়।
 
গ্রেফতার প্রত্যেকের বিরুদ্ধে মাদক মামলা রয়েছে বলেও জানান ডিবি পুলিশের এ কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।