ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

লালপুরে ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৯
লালপুরে ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

নাটোর: নাটোরের লালপুরে ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে জাকিয়া সুলতানা (৭) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরো তিনজন। 

বুধবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার মহরকয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

জাকিয়া ইজিবাইকটির চালক আলমগীর হোসেনের মেয়ে।

তিনি ওই এলাকার বাসিন্দা। আহতরা হলেন আলমগীর ও তার স্ত্রী আল্লাদী খাতুন এবং মা মর্জিনা বেগম।  

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল বাংলানিউজ জানান, দুপুরে আলমগীর নিজের ইজিবাইকে করে স্ত্রী, মেয়ে ও তার মাকে নিয়ে লালপুর বাজারে যাচ্ছিলেন। পথে মহরকয়া এলাকার কসাইপাড়া মোড়ে পৌঁছালে একটি বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে তাদের ইজিবাইকটি উল্টে যায়। এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শিশু জাকিয়াকে মৃত ঘোষণা করেন। আহতরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।