ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পাটুরিয়ায় ইলিশের নামে চান্দিনা বিক্রি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৯
পাটুরিয়ায় ইলিশের নামে চান্দিনা বিক্রি ইলিশের নামে খাওয়ানো হচ্ছে এই চান্দিনা মাছ

মানিকগঞ্জ: পদ্মার ইলিশ বলে সামুদ্রিক চান্দিনা মাছ পরিবেশনের দায়ে পাটুরিয়া ঘাটের এক হোটেল মালিককে সাত হাজার টাকা জরিমানা করেছেন জেলা ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা।

বুধবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে পাটুরিয়া ঘাটের আর রহমান মাইজভাণ্ডারী হোটেল মালিককে এ জরিমানা করেন জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

এছাড়াও পাটুরিয়া ঘাটের পুলিশ ক্যাফেতে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে ৫০০শ টাকা এবং ইটভাটায় ইট তৈরিতে পরিমাপে কারচুপির দায়ে শিবালয় উপজেলার মেসার্স এ বি সি ব্রিকসকে একলাখ এবং মেসার্স ই বি এফ ব্রিকসকে একলাখ টাকা জরিমানা করে ভোক্তা অধিদপ্তর।



বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৯
কেএসএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।