ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বুড়িগঙ্গায় দ্বিতীয় দিনে ২৫২টি স্থাপনা উচ্ছেদ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৯
বুড়িগঙ্গায় দ্বিতীয় দিনে ২৫২টি স্থাপনা উচ্ছেদ বুড়িগঙ্গার তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঢাকা: বুড়িগঙ্গার তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদের দ্বিতীয় দিনে দ্বিতীয় পর্যায়ে কামরাঙ্গীরচরের ইসলামবাগ থেকে লোহারপুল পর্যন্ত এক কিলোমিটারজুড়ে বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ সরেজমিন পরিদর্শনে গিয়ে নদীদখল-দূষণকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে উচ্ছেদ কার্যক্রম চলমান থাকাসহ উচ্ছেদকৃত তীর ভূমিতে ওয়াকওয়ে নির্মাণ ও নদীরপাড়ে সবুজ বেস্টনি গড়ে তোলার ঘোষণা দেন।

বুধবার (০৬ ফেব্রুয়ারি) সর্বমোট ২৫২টি স্থাপনা উচ্ছেদ ও অপসারণ করা হয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন বিআইডব্লিউটিএ’র যুগ্মপরিচালক আরিফ হাসনাত।

এরমধ্যে চারতলা পাকা ভবন তিনটি, তিনতলা দুইটি, দোতালা পাঁচটি, একতলা নয়টি, আধাপাকা ঘর ২৫টি এবং টিনের ঘর ও টং ঘর ২০৮টি।

বৃহস্পতিবার (০৭ ফেব্রুয়ারি) উচ্ছেদ অভিযানে বুড়িগঙ্গা আদি চ্যানেলে কামরাঙ্গীরচরের লোহারপুল থেকে শুরু হবে বলে জানান আরিফ হাসনাত।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৯
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।