ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গাদের পালিয়ে যাওয়ার কোনো তথ্য নেই

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৯
রোহিঙ্গাদের পালিয়ে যাওয়ার কোনো তথ্য নেই ড. এ কে আব্দুল মোমেন/ফাইল ফটো

ঢাকা: রোহিঙ্গাদের পালিয়ে যাওয়ার কোনো তথ্য সরকারের কাছে নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মিয়ানমার সীমান্ত প্রায় সিল করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বুধবার (৬ ফেব্রুয়ারি) সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা জানান।  

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ড. মোমেন বলেন, কক্সবাজারের ক্যাম্প থেকে রোহিঙ্গারা পালিয়ে গেছেন, এমন খবর আমাদের কাছে নেই।

 

মিয়ানমার থেকে বৌদ্ধরা পালিয়ে বাংলাদেশে আসছেন- এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, এ বিষয়ে আমরা অবগত। আগে রাখাইনে শুধু মুসলমানদের ওপর নির্যাতন করা হতো। এখন সেখানে হিন্দু-বৌদ্ধদের ওপর নির্যাতনের খবর জানতে পারছি। সে কারণে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত প্রায় সিল করে দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৯ 
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।