ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৯
নাটোরে যুবকের মরদেহ উদ্ধার

নাটোর: নাটোর সদর উপজেলার গাজীর বিল এলাকা থেকে মো. ওয়াসিম (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৭ ফেব্রুয়ারি) সকালে নাটোর-ঢাকা মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ওয়াসিম সদর উপজেলার হয়বতপুর দেওয়ানপাড়ার মতিউর রহমানের ছেলে।

হাইওয়ে পুলিশের ঝলমলিয়া ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হক বাংলানিউজকে জানান, সকালে স্থানীয় লোকজন মহাসড়কের পাশে মরদেহটি দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।  

পরিবারের বরাত দিয়ে তিনি আরো জানান, ফজরের আজানের সময়ও ওয়াসিম নিজের ঘরেই ছিলেন। কখন, কীভাবে তিনি বাড়ি থেকে বের হন কেউ বলতে পারছেন না।  

সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়নি। কীভাবে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত প্রতিবেদন পেলে জানা যাবে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।