ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় মাটি চাপা পড়ে ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৯
কুষ্টিয়ায় মাটি চাপা পড়ে ২ শিশুর মৃত্যু

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে মাটি চাপা পড়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক শিশু আহত হয়েছে।

বৃহস্পতিবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের গোরদহ খালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু আকাশ (১২) খালপাড়া এলাকার মন্টু মণ্ডলের ছেলে ও তরিকুল (১২) একই এলাকার হাসেম আলীর ছেলে।

আহত শিশু লিখন (১০) একই এলাকার নাসিরের ছেলে।  

স্থানীয়রা জানায়, আকাশ, তরিকুল ও লিখন বাড়ির পাশে মসলেম মণ্ডলের ছেলে আয়নালের জমির সদ্য মাটি কাটা উঁচু মাটির টিলার নিচে খেলা করছিল। এসময় মাটির টিলার একাংশ ভেঙে ওই ৩ শিশুর ওপর পড়ে। এতে তিনজনই গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকাশ ও তরিকুলকে মৃত ঘোষণা করেন।
 
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আব্দুল আলিম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৯ আপডেট: ১৪৪৯ ঘণ্টা
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।