ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে বাকপ্রতিবন্ধীর সংখ্যা দুই হাজার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৯
হবিগঞ্জে বাকপ্রতিবন্ধীর সংখ্যা দুই হাজার

হবিগঞ্জ: হবিগঞ্জ জেলায় বাকপ্রতিবন্ধীর সংখ্যা দুই হাজার ৪৩, শ্রবণ প্রতিবন্ধী ৬২৪ এবং  শ্রবণ-দৃষ্টি প্রতিবন্ধীর সংখ্যা ২০৭ জন। তাদের সরকারিভাবে বিভিন্ন সহায়তা দেওয়া হচ্ছে। রয়েছে তাদের শিক্ষার ব্যবস্থাও।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) হবিগঞ্জে ‘বাংলা ইশারা ভাষা দিবস’ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ তথ্য জানানো হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভাটির আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদফতর।

সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন- বানিয়াচং আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা। এতে স্বাগত বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা সমাজসেবা কর্মকর্তা বারীন্দ্র চন্দ্র রায়।  

শহর সমাজসেবা কর্মকর্তা আবু নাইম মৃধার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- হবিগঞ্জ জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি ইজাবত উল্লা, প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক শেখ মো. ফয়জুল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।