ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে ২ প্রাইভেট ক্লিনিককে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৯
মানিকগঞ্জে ২ প্রাইভেট ক্লিনিককে জরিমানা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর

মানিকগঞ্জ: প্রতিশ্রুত সেবা যথাযথভাবে না দেওয়ার দায়ে মানিকগঞ্জ শহরের দু্’টি প্রাইভেট ক্লিনিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। 

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে অভিযান চালিয়ে এ জরিমানা করেন অধিদফতর মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক  আসাদুজ্জামান রুমেল।  

বাংলানিউজকে সহকারী পরিচালক জানান, অভিযানে প্রতিশ্রুত সেবা যথাযথভাবে না দেওয়ায় শহরের অ্যাপোলো হাসপাতালকে ২০ হাজার ও মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার সেন্ট্রাল স্পেশালাইজড হাসপাতালকে ৩০ হাজারসহ দুই প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৯
কেএসএইচ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।