ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ ক্রিকেটে ভালো করছে: আইসিসি চেয়ারম্যান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৯
বাংলাদেশ ক্রিকেটে ভালো করছে: আইসিসি চেয়ারম্যান জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর

ঢাকা: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান শশাঙ্ক মনোহর প্রশংসা করে বলেছেন, ক্রিকেটে ভাল করছে বাংলাদেশ। 

তিনি বলেন, বাংলাদেশের ক্রিকেট অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতের মতো ভালো হবে। (Bangladesh Cricket would be as good as India, Australia and England.) এসময় তিনি বাংলাদেশের ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যতও প্রত্যাশা করেন।

বৃহস্পতিবার (০৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর বলেন, বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়রা খুব ভালো খেলে, এর ধারাবাহিকতা প্রয়োজন। যদি খেলোয়াড়দের মধ্যে জাতীয় চেতনা সঞ্চারিত হয়, তারা দেশের প্রতি আরো বেশি প্রতিশ্রুতি নিয়ে ভালো খেলে।

...আইসিসি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন আইসিসি চেয়ারম্যান।

এসময় প্রথম মেয়াদে সরকার গঠনের পর থেকে ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলার উন্নয়নে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ক্রিকেট খেলা দেখতে পছন্দ করেন জানিয়ে শেখ হাসিনা বলেন, সব সময় খেলোয়াড়দের উৎসাহ দেই এবং তাদের সঙ্গে কথা বলি।

সাক্ষাতের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিসিবি চেয়ারম্যান নাজমুল হাসান পাপন।

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৯
এমইউএম/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।