ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রামুতে ১২ হাজার ইয়াবাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৯
রামুতে ১২ হাজার ইয়াবাসহ আটক ২ রামু থেকে ইয়াবাসহ আটক নারী-পুরুষ। ছবি:বাংলানিউজ

কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলার তুলাবাগান এলাকা থেকে ১২ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- নড়াইলের গোলাম মোস্তফার ছেলে ইসমাইল হোসাইন মিন্টু (৩৯) ও আবু বক্করের মেয়ে আসমা আক্তার সানিয়া (৩২)৷

তুলাবাগান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তুলাবাগান হাইওয়ে থানার সামনে থেকে কক্সবাজারমুখী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১২ হাজার ইয়াবাসহ 
এক নারীসহ দুজনকে আটক করা হয়।



উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩৬ লাখ টাকা। আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি মুজাহিদুল।

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৯
এসবি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।