ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে বিদেশি মদসহ যুবক আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৯
রাজশাহীতে বিদেশি মদসহ যুবক আটক

রাজশাহী: রাজশাহীতে ৭২ বোতল বিদেশি মদসহ রাজিব আলী (৩০) নামে এক যুবককে আটক করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা।

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-৫ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) দিনগত রাতে র‌্যাব-৫ এর একটি দল পুঠিয়া উপজেলার নামাজগ্রাম পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭২ বোতল বিদেশি মদসহ রাজিবকে আটক করে।

রাজিব রাজশাহী মহানগরের কাপাশিয়া এলাকার জিয়াদ আলীর ছেলে। জিজ্ঞাসাবাদ শেষে রাজিবকে থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় রাজিবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারঘাট থানায় মামলা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৯
এসএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।