ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

আইনজীবী খুরশীদ আলম খানের মায়ের ১ম মৃত্যুবার্ষিকী শনিবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৯
আইনজীবী খুরশীদ আলম খানের মায়ের ১ম মৃত্যুবার্ষিকী শনিবার প্রতীকী ছবি

ঢাকা: কর্ণফুলী পেপার মিলের সাবেক কর্মকর্তা প্রয়াত মো. শফিউল আলম খানের স্ত্রী ও সুপ্রিম কোর্টের আইনজীবী খুরশীদ আলম খানের মা সুলতানা আরা খানের প্রথম মৃত্যুবার্ষিকী শনিবার (৯ ফেব্রুয়ারি)।

এ উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালীর চরণদ্বীপের খান বাড়িতে দোয়া, মিলাদ ও কোরআন খতমের আয়োজন করা হয়েছে। শনিবার বাদ মাগরিব ঢাকার বিজয় নগরে খুরশীদ আলম খানের চেম্বারেও রয়েছে মিলাদের আয়োজন।

এতে শুভাকাঙ্ক্ষীদের অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছেন খুরশীদ আলম খান।
 
২০১৮ সালের ৯ ফেব্রুয়ারি রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছিলেন সুলতানা আরা খান।
 
বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৯
ইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।