ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে বেনজীর-প্রলয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৯
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে বেনজীর-প্রলয় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে বেনজীর আহমেদ ও প্রলয় কুমার জোয়ারদার।

ঢাকা: বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ। তিনি এর আগেও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) স্পেশাল অ্যাকশন গ্রুপের উপ-কমিশনার (ডিসি) প্রলয় কুমার জোয়ারদার।

বৃহস্পতিবার (০৭ ফেব্রুয়ারি) পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায়-২০১৯ নতুন এ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

নতুন কার্যনির্বাহী কমিটি গঠনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজিপি আবদুস সালাম। অপর দুই নির্বাচন কমিশনার ছিলেন পুলিশ স্টাফ কলেজের ভাইস রেক্টর মোহাম্মদ ইব্রাহীম ফাতেমী ও  টিঅ্যান্ডআইম’র ডিআইজি মোর্শেদুল আনোয়ার খান।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৯
পিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।