ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

স্ত্রীর মুখ ঝলসে দেয়ার মামলায় স্বামী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৯
স্ত্রীর মুখ ঝলসে দেয়ার মামলায় স্বামী গ্রেফতার

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় স্ত্রী হাবিবা আক্তারের (২০) মুখ ঝলসে দেয়ার ঘটনায় তার স্বামী মমিনুল ইসলামকে (২৫) গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (০৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রাম থেকে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী তাকে গ্রেফতার করেন। সে ওই উপজেলার শায়েক গ্রামের সাহেব আলীর ছেলে।

ওসি চন্দন চক্রবর্তী বাংলানিউজকে জানান, মুখ ঝলসে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলার একমাত্র আসামি মমিনুল। এ ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।