ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে জেএসএস’র ২ সশস্ত্র কর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৯
রাঙামাটিতে জেএসএস’র ২ সশস্ত্র কর্মী আটক

রাঙামাটি: রাঙামাটি শহরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) দুই সশস্ত্র কর্মীকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে সাত রাউন্ড অ্যামুনেশন, নগদ ছয় হাজার ২৫৬ টাকা এবং  দু’টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে শহরের বনরূপা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বরকল উপজেলার রকবিরছড়া এলাকার মৃত লবিন্দ্র চাকমার ছেলে সূচিত রঞ্জন চাকমা (৪০) এবং পার্শ্ববর্তী জেলা খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ক্যাংগঘাট এলাকার দয়ামোহন চাকমার ছেলে সুপ্রকাশ চাকমা (৫২)।

যৌথ বাহিনী সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে শহরের কাঠ ব্যবসায়ী সমিতির নিচতলায় ডা. আশিষ তঞ্চঙ্গ্যার চেম্বারে পিসিজেএসএস’র সশস্ত্র কর্মী সূচিত এবং সুপ্রকাশ অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের রাঙামাটি কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

রাঙামাটি কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আটকদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।