ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাবি শিক্ষার্থীর আকস্মিক মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৯
রাবি শিক্ষার্থীর আকস্মিক মৃত্যু ...

রাজশাহী: বুকের ব্যথা উঠে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জামিউল হাসান (২৩) নামে এক শিক্ষার্থীর আকস্মিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

জামিউল হাসান ইংরেজি বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুরের বাসিন্দা রফিকুল ইসলামে ছেলে।

সে মহানগরীর ভদ্রা এলাকার একটি মেসে থাকতেন।

জামিউলের সহপাঠি অনিক জানান, জামিউল সুস্থই ছিলেন। শুক্রবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হঠাৎ বুকে ব্যথা উঠে। এসময় তিনি গ্যাস্ট্রিকের ব্যথা ভেবে ওষুধ খায়। কিন্তু বুকের ব্যথা না কমায় মেসের বন্ধুরা তাকে রামেক হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সাখাওয়াত হোসেন বলেন,‘তিনি হাসপাতালে গিয়েছিলেন। তবে তার মৃত্যু কারণ জানা যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যু কারণ জানা যাবে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে বলেও জানান ইংরেজি বিভাগের এই শিক্ষক।

বাংলাদেশ সময়: ০১৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৯
এসএস/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।