ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে আগুনে পুড়লো বাড়ির ১৪ কক্ষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৯
গাজীপুরে আগুনে পুড়লো বাড়ির ১৪ কক্ষ

গাজীপুর: গাজীপুর সদর উপজেলার শিরিরচালা এলাকায় একটি বাড়িতে আগুন লেগে ১৪টি কক্ষ পুড়ে গেছে। শনিবার (৯ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। 

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আশিকুর রহমান বাংলানিউজকে জানান, ভোরে শিরিরচালা এলাকায় শাহজাহান মিয়ার বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে।

আগুনে ওই বাড়ির টিনশেডের ১৪টি কক্ষ পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে আগুন লাগার সূত্রপাত জানা যায়নি।  

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৯ 
আরএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।