ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

গজারিয়ায় বিষাক্ত মদপানে অসুস্থ আরেক নারীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৯
গজারিয়ায় বিষাক্ত মদপানে অসুস্থ আরেক নারীর মৃত্যু

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের গজারিয়ার হোসেন্দী বাজার এলাকায় বিষাক্ত মদপানে অসুস্থ জোৎস্না নামে আরেক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে তিনজনের মৃত্যু হলো। বাকী আরো দুইজনের হলেন-চায়না ও চামেলি। তাদের বয়স ২৫ থেকে ৩০ হবে।

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) দিনগত রাতে মদ্যপানে তারা অসুস্থ হয়ে পড়েন। পরে মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৯ ফেব্রুয়ারি) সকালে চায়না ও চামেলি ও দুপুর ১২টার দিকে জোৎস্নার মৃত্যু হয়।

নিহতের চামেলি স্বামী মন্টু বাংলানিউজ জানান, শুক্রবার রাতে বাজার থেকে মদ কিনে বাড়িতে এনে তারাসহ কয়েকজন পান করেন। এরপর হঠাৎ চামেলি ও তার বোন চায়না ও জোৎস্না  অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে শনিবার সকালে চিকিৎসক চামেলি ও চায়নার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি ঢাকা মেডিকেল পুলিশ বক্সের (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে জোৎস্নার মৃত্যু হয়। মরদেহগুলো মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৯
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।