ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ১ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৯
মেহেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ১ 

মেহেরপুর: মেহেরপুরের সদর উপজেলায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে মোস্তাফিজুর রহমান (৪০) নামে ওষুধ কোম্পানির এক রিপ্রেজেন্টেটিভ (প্রতিনিধি) নিহত হয়েছেন। এ ঘটনায় মাইক্রোবাস চালকসহ আরও তিনজন আহত হয়েছেন।

শনিবার (৯ ফেব্রুয়ারি) সকালের দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের আলমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাফিজুর মেহেরপুর শহরের ঘোষপাড়ার আজিজুর রহমানের ছেলে।

আহতরা হলেন- নিহতের স্ত্রী সাথী খাতুন (৩২), শাশুড়ি শ্রাবণী নাহার (৪৮) ও মাইক্রোবাস চালক টুটুল হোসেন (৩০)। ইটভাটার মাটি রাস্তায় জমে থাকায় বৃষ্টির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা যায়।  

স্থানীয়দের বরাত দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান বাংলানিউজকে বলেন, সকালের দিকে মোস্তাফিজুর রহমান তার সন্তানের চিকিৎসার জন্য সপরিবারে মাইক্রোবাসে করে মেহেরপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। মেহেরপুর-কুষ্টিয়া সড়কের সদর উপজেলার আলমপুর এলাকায় পৌঁছুলে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোস্তাফিজুরকে মৃত বলে ঘোষণা করেন। আহত তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।  

মরদেহ ও মাইক্রোবাস পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।  

স্থানীয় সূত্রে জানা যায়, আলমপুরে ইটভাটার জন্য ট্রাক্টর ও ট্রলিতে করে মাটি নিয়ে যাওয়া হয়। এতে ছোট-বড় মাটির দলা ও ঝুরঝুরে মাটি এসে পড়ে পাকা সড়কের ওপর। সড়কের মধ্যে পড়ে থাকা সেই মাটি বৃষ্টির পানিতে পিচ্ছিল হয়ে যাওয়ায় চলন্ত মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।