ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে দুই ইয়াবাবিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৯
যশোরে দুই ইয়াবাবিক্রেতা আটক

যশোর: যশোরে দুই ইয়াবাবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (১০ ফেব্রুয়ারি) দুপুরে যশোর সদর উপজেলার ঘুরুলিয়া থেকে তাদের আটক করা হয়। আটক দু’জন হলেন-সেলিম সরদার (২৬) ও মেহেদী হাসান ওরফে রনি (৩০)।

আটক সেলিম সরদার সদর উপজেলার বড়শাকাঠি গ্রামের মৃত শের আলীর ছেলে ও আটক মেহেদী শহরতলীর শেখহাটি গ্রামের মশিউর রহমানের ছেলে।

র‌্যাব-৬ (যশোর) ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ ছুরত আলম বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ঘুরুলিয়া গ্রামের সাকিনস্থ ঋষিপাড়া এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত ইয়াবাবিক্রেতা সেলিম ও মেহেদীকে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৯
ইউজি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।