ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নাগরপুরে বাসচাপায় পথচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৯
নাগরপুরে বাসচাপায় পথচারী নিহত

টাঙ্গাইল: টাঙ্গাইলের নাগরপুরে বাসচাপায় শহিদুল শিকদার (৪২) নামে এক পথচারী নিহত হয়েছেন। 

রোববার (১০ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক সড়কের নাগরপুর উপজেলার ধুবড়িয়া চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত শহিদুল ধুবড়িয়া গ্রামের শাহীপাড়ার মৃত আহম্মদ শিকদারের ছেলে।


 
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম চাঁদ বাংলানিউজকে জানান, দুপুরে শহিদুল রাস্তার পার হওয়ার সময় ভিলেজ লাইন পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ধাওয়া করে বাসসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।  

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।