ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সদস্য আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৯
ময়মনসিংহে প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সদস্য আটক

ময়মনসিংহ: ময়মনসিংহের হালুয়াঘাটে অভিযান চালিয়ে সুমন মিয়া (১৮) নামে প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪)।

রোববার (১০ ফেব্রুয়ারি) বিকেলে র‌্যাব -১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব-১৪’র সিনিয়র সহকারী পুলিশ সুপার হাফিজুল ইসলাম বাবু বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে, হালুয়াঘাটের মধ্য ধুরাইলস্থ এলাকায় প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের কিছু সদস্য এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষার আগেই ফাঁস করার পরিকল্পনা করছে।

এ তথ্যের ভিত্তিতে শনিবার (৯ ফেব্রুয়ারি) রাতে ওই স্থানে অভিযান চালিয়ে করে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে দুইটি মোবাইল সেট, চারটি সিমকার্ড ও ১১ পাতা ফেসবুকের স্ক্রিন শর্ট প্রিন্ট ছবি উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৯
এমএএএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।