ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ভালোবাসা দিবসে খুলনায় বর্ণিল আয়োজন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৯
ভালোবাসা দিবসে খুলনায় বর্ণিল আয়োজন ফুলের দোকান, ছবি: বাংলানিউজ

খুলনা: বিশ্ব ভালোবাসা দিবস ১৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। দিবসটি উপলক্ষে খুলনা মহানগরীজুড়ে চলে নানান আয়োজন। বর্ণাঢ্যভাবে সাজানো হয়েছে অভিজাত হোটেল থেকে শুরু করে অভিজাত মার্কেট। এছাড়া পার্ক, রেস্টুরেন্ট, বিনোদন কেন্দ্রেও দিবসটি উদযাপনে রয়েছে বিশেষ অনুষ্ঠান। এইদিন মিলনমেলা বসে সবখানে।

ভালোবাসা দিবসে বর্ণিল শোভা বাড়াতে ফুল ব্যবসায়ীরাও নিয়েছেন ব্যাপক প্রস্তুতি। সারাবছরে ফেব্রুয়ারি মাসে সবেচেয়ে বেশি ফুলের ব্যবসা হয় তাদের।

এবার ১ ফাল্গুন (১৩ ফেব্রুয়ারি) ও ভালোবাসা দিবসকে (১৪ ফেব্রুয়ারি) কেন্দ্র করে অন্যসময়ের চেয়ে বেশি ফুল বিক্রির টার্গেট নিয়েছেন মহানগরীর ফারাজীপাড়া ফুল মার্কেটের ফুল ব্যবসায়ীরা। পহেলা ফাল্গুন উৎসব ও বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে এরই মধ্যে ব্যাপক হারে ফুলের দাম বাড়তে শুরু করেছে।

ব্যবসায়ীরা বাংলানিউজকে জানান, পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসকে সামনে রেখে ফুলের দোকানগুলোর ব্যস্ততা বেড়ে গেছে। ফুলের দোকান, ছবি: বাংলানিউজমার্কেটের বিসমিল্লাহ ফুল ঘরের মালিক রিপন বাংলানিউজকে জানান, যে দিনটির জন্য তরুণ-তরুণীরা থাকেন অপেক্ষায় সেটি হলো ভালোবাসা দিবস। এ দিবস উপলক্ষে আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য এবার ফলের সরবরাহ কম। ভালোবাসা দিবসের আগেই একটি ভালো মানের গোলাপের দাম হয়ে গেছে ৩০ থেকে ৪০ টাকা। বরাবরের মতো এবারও বেশি বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে গোলাপ ও রজনীগন্ধা।

জাতিসংঘ শিশুপার্ক পরিবেশ উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা বাংলানিউজকে বলেন, ভালোবাসা দিবসে পার্কের আড্ডা বাড়িতে বিশেষ আয়োজন রয়েছে। স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্বরা আড্ডা, গল্প, গান, কবিতার মধ্য দিয়ে ভালোবাসা দিবসটি উদযাপন করবেন।

বিশেষ এ দিনে একান্তে যারা প্রিয়জনের সঙ্গে কিছুটা মুহূর্ত কাটাতে চান তাদের জন্য অভিজাত হোটেলগুলো বিশেষ অফারে বিভিন্ন ধরনের প্যাকেজের আয়োজন করেছে।

খুলনা মহানগরীর অভিজাত হোটেল ক্যাসল সালামের অপারেশনস ম্যানেজার আজম মালিক বাংলানিউজকে বলেন, ভালোবাসা দিবসে আমাদের এ হোটেলে চার ধরনের অফার থাকছে।

সেগুলো অফার-১: আমাদের ছাদের সুইমিংপুল সাইডে শুধুমাত্র ব্যক্তিগত এবং দম্পতিদের জন্য পাঁচ ধরনের ইউরোপীয় ডিনার এবং ডেজার্ট জাতীয় খাদ্যসহ রোমান্টিক পরিবেশে বিভিন্ন সংগীত উপভোগ করতে পারবেন। ভ্যালেন্টাইনস ডিনারের জন্য সবচেয়ে আরামদায়ক এবং উৎকৃষ্ট স্পট এটি। এর প্যাকেজ মূল্য- চার হাজার টাকা

অফার-২: অ্যাভিনিউ রেস্তোরাঁয় সব দম্পতি এবং পরিবারের জন্য উন্মুক্ত থাকবে। প্রিয়জনের সঙ্গে একটি গ্র্যান্ড বুফে ডিনার এবং ডেজার্ট উপভোগ করতে পারবেন এখানে। ৬৫’রবেশি খাবার পাওয়া যাবে। প্যাকেজ মূল্য- বয়স্কদের জন্য এক হাজার ৪শ’ ৯৫ টাকা ও কিশোরদের (৫-১২ বছর বয়স) জন্য ৭শ’৯০ টাকা।

অফার-৩: সব দম্পতি এবং পরিবারের জন্য উন্মুক্ত। একটি নির্ধারিত মেনু শেয়ার করতে পারবেন। এতে দু’জনের ড্রিংক ও ডেজার্ট থাকবে। প্যাকেজ মূল্য-৪৯৯ টাকা।

অফার-৪: এই ভ্যালেন্টাইন্স ডেতে আপনার ভালবাসাকে মানুষকে বিস্মিত করতে পারবেন হোটেল ক্যাসল সালামে এই প্যাকেজের মাধ্যমে।

এই প্যাকেজে যা থাকছে: প্রবেশের পর ফুলের তোড়া এবং স্বাগত পানীয় উপহার। ভ্যালেন্টাইনস রাতে একটি গ্র্যান্ড বুফে ডিনার। এক রাতে বিলাসবহুল ডবল রুমে থাকার সুযোগ। পরে দিন সকালে একটি গ্র্যান্ড বুফে ব্রেকফাস্ট। আমাদের ছাদ সুইমিংপুল এবং জিম ব্যবহার করতে পারবেন। প্যাকেজ মূল্য- ৫০০০ টাকা।

খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনের কেওড়া ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের মালিক সাইক্লিস্ট শরিফুল ইসলাম হিরণ বাংলানিউজকে বলেন, পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসে আমাদের রেস্টুরেন্টে অভাবনীয় কমমূল্যের তিনটি প্যাকেজ রয়েছে। চারটি আইটেমের স্টার প্লেটার। এর মূল্য ১৫০ টাকা। ৫টি আইটেমের গোল্ডেন প্লেটার ২০০ টাকা। ৬টি আইটেমের ২৫০ টাকার প্লাটিনাম প্লেটার।

হোটেল ক্যাসল সালাম ও কেওড়া রেস্টুরেন্টের মতো অভিজাত হোটেল সিটি ইন, রয়্যালসহ নগরীর নামি-দামি হোটেলগুলোতে গ্রাহকদের জন্য জমকালো আয়োজন করেছে।

দিবসটি উপলক্ষে নতুন পোশাক তোলা হয়েছে ফ্যাশান হাউজ ও অভিজাত মার্কেটগুলোতে। বিশেষ করে নিউমার্কেট, খুলনা শপিং কমপ্লেক্স ও জলিল সুপার মার্কেটে ।

দোকানিরা বলছেন, এবার একটু আগেই মানুষ কেনাকাটা শুরু করেছে।

ফ্যাশান হাউজ ও মার্কেটগুলোতে সরেজমিনে দেখা গেছে, পোশাক আর সাজে এখন পহেলা ফাল্গুন এবং বিশ্ব ভালোবাসা দিবস মিলেমিশে একাকার। এবারও ভালোবাসা দিবসে ফ্যাশন ডিজাইনাররা যুগল পোশাকের ডিজাইন করেছেন। এতে পরিবারের সবার উপযোগী করে পোশাকের উপস্থাপনায় আনা হয়েছে মেলবন্ধন। সালোয়ার-কামিজ, পাঞ্জাবি কিংবা শাড়ি সবকিছুতেই রয়েছে ফেব্রিক, ডিজাইন বা মোটিফের যুগল উপস্থাপনা। সালোয়ার-কামিজ আর কুর্তার প্যাটার্নে এবারও রয়েছে লং এবং গাউন স্টাইল, কিছু কাটিংয়ে থাকছে ঘের এবং বডি ফিটিংস।

শখ বুটিকস হাউজের মালিক ডালিয়া ইসলাম লিনা  বাংলানিউজকে বলেন, ভ্যালেন্টাইন ডে’কে মাথায় রেখে লাল রঙের শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ ও কুর্তি আনা হয়েছে। ছেলে ও মেয়ের পোশাকে ম্যাচিং করে পোশাক ডিজাইন করা হয়েছে। এসব পোশাকের সুতি কাপড়ে কাজের মাধ্যম হিসেবে রয়েছে ব্লক, টাই-ডাই, অ্যাপ্লিক, বাটিকসহ কারচুপি, হ্যান্ডপেইন্ট, হ্যান্ডিক্র্যাফট ও মেশিন এমব্রয়ডারির কাজ।

বিক্রি ভালোই বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৯
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।