ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সিইসি'র মায়ের ইন্তেকাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৯
সিইসি'র মায়ের ইন্তেকাল

পটুয়াখালী: প্রধান নির্বাচন ক‌মিশনার (সিইসি) কেএম নুরুল হুদার মা বেগম আমেলা খানম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

বার্ধক্যজ‌নিত কারণে সোমবার (১১ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে পটুয়াখালীর নওমালা গ্রামের বা‌ড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তার মৃত্যুর খবরটি বাংলানিউজকে জানিয়েছেন নির্বাচন কমিশনের যুগ্মসচিব (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান।

তিনি জানান, বেগম আমেনা খানের মৃত্যুতে বাংলাদেশ নির্বাচন কমিশন ও নির্বাচন কমিশন সচিবালয় কর্মকর্তা-কর্মচারীগণ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।  

মৃত্যুকালে বেগম আমেলা খানম তিন ছেলে আট মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নওমালা গ্রামে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৯
ইইউডি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।