ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

কক্সবাজার: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও ইসলামপুর ও বাংলাবাজার এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন।

সোমবার (১১ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঈদগাঁহ পোকখালীর মো. বশির ও লিংকরোড মুহুরী পাড়ার মো. জানে আলমের মেয়ে স্কুলছাত্রী জান্নাতুল ফেরদৌসী (৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে ঈদগাঁহ ইসলামপুর আরকান সড়কের শাহ ফকির বাজারের উত্তরে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন বৃদ্ধ বশির আহমদ। এ সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মালুমঘাট মেমেরিয়াল খ্রিস্টান হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
 
অপরদিকে, সকালে লিংকরোড বাজারে আসার পথে বাংলাবাজার ছমুদা ব্রিজ এলাকায় একটি টমটম শিশু জান্নাতুল ফেরদৌসীকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার বাংলানিউজকে বিষয়গুলো নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ