ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীর উন্নয়নে সমন্বিতভাবে কাজ করবে রাসিক ও আরডিএ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
রাজশাহীর উন্নয়নে সমন্বিতভাবে কাজ করবে রাসিক ও আরডিএ বক্তব্য রাখছেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, ছবি: বাংলানিউজ

রাজশাহী: মহানগরীর উন্নয়নে পরস্পরকে সার্বিক সহযোগিতার মাধ্যমে সমন্বিতভাবে কাজ করবে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে নগরভবনের মিনি কনফারেন্স রুমে আরডিএ’র চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মতবিনিময় সভায় উভয়পক্ষ একে অপরকে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় সভাপতির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীর উন্নয়নে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে আরডিএ।

রাসিক ও আরডিএ একে অপরকে সহযোগিতার মাধ্যমে সমন্বিতভাবে কাজ করলে উন্নয়ন কাজ ভালো হবে।

মেয়র আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছেন গ্রামে থাকবে শহরের সব সুযোগ-সুবিধা। প্রধানমন্ত্রীর সেই লক্ষ্য পূরণে আমরাও সেভাবে কাজ করবো। আগামীতে সিটি করপোরেশনের আয়তন বাড়ানো হবে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ চারটি থানা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১২টি থানায়। এই ১২টি থানা এরিয়ার আয়তন হবে রাজশাহী সিটি করপোরেশনেরও। এটি বাস্তবায়নে কাজ এগিয়ে চলছে।

মতবিনিময় সভায় মেয়র খায়রুজ্জামান লিটন মহানগরীতে নতুন ভবন নির্মাণে বিল্ডিং কোড মানা এবং অনুমোদন নিয়ে যাতে সব বিল্ডিং নির্মাণ হয়, সেটা নিশ্চিত করতে আরডিএ কর্তৃপক্ষকে আহ্বান জানান।

সভায় আরডিএ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা বজলার রহমান বলেন, পৃথিবীর অনেক দেশ ঘুরে ভালোভাবে বুঝেছি, সেরা দেশ হচ্ছে আমাদের বাংলাদেশ। এরমধ্যে রাজশাহী দেশের মধ্যে শুধু সেরা নয়, দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম সেরা শহর। আমরা শহরকে আরো ভালোভাবে সাজাতে পারি। তাহলে রাজশাহী হবে দেখার মতো শহর।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-২ ও ১ নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, আরডিএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, অথরাইজ কর্মকর্তা আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত এস্টেট কর্মকর্তা নাহিদুল ইসলাম, টাউন প্ল্যানার আজমেরী আশরাফী, নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল তারিক, সিটি করপোরেশনের সচিব রেজাউল করিম, প্রধান প্রকৌশলী আশরাফুল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহান, তত্ত্ববধায়ক প্রকৌশলী খন্দকার খায়রুল বাশার, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) রেয়াজেত হোসেন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ই-সাঈদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ০১৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।