ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সড়ক দুর্ঘটনায় খুলনা মেডিকেলের ছাত্র নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
সড়ক দুর্ঘটনায় খুলনা মেডিকেলের ছাত্র নিহত সড়ক দুর্ঘটনায় নিহত আকাশ

খুলনা: সড়ক দুর্ঘটনায় আরিফুল ইসলাম আকাশ নামে খুলনা মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্র নিহত হয়েছেন।

আকাশ খুলনা মেডিকেল কলেজের কে-২৪ এর ৫ম বর্ষের ছাত্র বলে জানা গেছে।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে নগরীর লবণচরা থানার গেট সংলগ্ন রূপসা সেতু বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।



লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, থানার গেটের অদূরে মোটরসাইকেল দুর্ঘটনা কবলিত অবস্থায় খুলনা মেডিকেল কলেজের একজন ছাত্রকে দেখতে পায় পুলিশ। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে পথেই তার মৃত্যু হয়েছে।

এর আগে রোববার রাতে এ সড়কের খেজুর বাগান এলাকায় ট্রাকচাপায় প্রাইভেটকার আরোহী ৫ জন নিহত হন।

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
এমআরএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।