ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কালকিনিতে ৫০ মণ জাটকা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
কালকিনিতে ৫০ মণ জাটকা জব্দ জব্দ করা জাটকা। ছবি-বাংলানিউজ

মাদারীপুর: মাদারীপুরের কালকিনিতে অভিযান চালিয়ে ৫০ মণ অপরিণত ইলিশ (জাটকা) মাছ জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮ এর একটি দল।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে কালকিনির শিকারমঙ্গল এলাকার মোক্তারহাট থেকে এসব জাটকা জব্দ করা হয়।

মাদারীপুর র‌্যাব-৮ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিনের নেতৃত্বে মোক্তারহাটে অভিযান চালায় র‌্যাব।

এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ব্যবসায়ীরা পালিয়ে যান। পরে সেখান থেকে প্রায় ৫০ মণ জাটকা জব্দ করা হয়।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, জব্দ করা জাটকা উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।