ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় বাস-লেগুনা সংঘর্ষে নারীর মৃত্যু, আহত ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
কুমিল্লায় বাস-লেগুনা সংঘর্ষে নারীর মৃত্যু, আহত ৫

কুমিল্লা: কুমিল্লার ময়নামতির হরিণধরা এলাকায় যাত্রীবাহী বাস-লেগুনা সংঘর্ষে এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ যাত্রী। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার ময়নামতির হরিণধরা এলাকায় এ দুঘর্টনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বাংলানিউজকে জানান, মহাসড়কের হরিণধরা এলাকায় কোম্পানীগঞ্জগামী সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই এক নারী যাত্রী নিহত হয়েছেন।

তবে, অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে ওই নারীর কোলে থাকা শিশুটি। এছাড়া এ দুর্ঘটনায় পাঁচ যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নেওয়া হয়। অন্য তিনজনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।