ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ইজতেমা নিয়ে উসকানিমূলক কথা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
ইজতেমা নিয়ে উসকানিমূলক কথা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী  ফলোআপ সভায় বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। পাশে অন্যরা।

গাজীপুর: বিশ্ব ইজতেমায় বিবাদমান দুই গ্রুপ যাতে কোনো উসকানিমূলক বক্তব্য না দেন সে বিষয়ে অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। মন্ত্রী বলেন, আপনারা দয়া করে কেউ কারো বিরুদ্ধে উসকানিমূলক কথা বলবেন না। বয়ানের মধ্যে কিংবা মাঠের মধ্যে কেউ কারো বিরুদ্ধে উসকানিমূলক কথা থেকে বিরত থাকবেন।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী আঞ্চলিক কার্যালয়ে ৫৪তম বিশ্ব ইজতেমা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে ফলোআপ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।  

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাদা পোশাকে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

সাদা পোশাকের কর্মীরা আপনাদের কাছে থেকেই আপনাদের রক্ষার জন্য ব্যবস্থা নেবে।  

গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সিটি মেয়র মো. জাহাঙ্গীর আলম, পুলিশ মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, জিএমপি কমিশনার ওয়াই এম বেলালুর রহমান।  

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও তাদের প্রতিনিধিরা বিশ্ব ইজতেমার প্রস্তুতির তথ্য তুলে ধরেন। এতে বিশ্ব ইজতেমার শীর্ষ মুরুব্বিসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন অংশ নেন।  

এদিকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও মুসল্লিদের সুবিধার্থে পুলিশ ও র‌্যাবে পক্ষ থেকে আলাদা নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে। নিরাপত্তায় থাকছে ১৬ হাজার আইন-শৃঙ্খলা বাহিনী। নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা পরিকল্পনা। প্রস্তুতিমূলক সভায় জোবায়েরপন্থি ওলামা মাশায়েখ ও সাদপন্থি ওয়াসেকুল ইসলামের অনুসারীরা অংশ নেন।  

এর আগে দুই গ্রুপের সমঝোতার ভিত্তিতে ৪ দিনের বিশ্ব ইজতেমার সিদ্ধান্ত নেওয়া হয়। এবারের ইজতেমায় প্রথম দু’দিন জোবায়ের অনুসারী এবং পরের দু’দিন ওয়াসেকুল ইসলামের (সাদপন্থি) অনুসারীরা অংশ নিচ্ছেন। এবার ৬৪টি জেলার মুসল্লিদের অংশগ্রহণে ইজতেমায় দু’বার হচ্ছে আখেরি মোনাজাত।  

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯ 
আরএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।