ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মিরপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
মিরপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক

ঢাকা: রাজধানীর মিরপুর থেকে বাদশা আলমগীর (৪৫) নামে এক ভুয়া ম্যাজিস্ট্রেটকে আটক করেছে ‍পুলিশ।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে মিরপুরের সরকারি বঙ্গবন্ধু কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মিরপুরের সরকারি বঙ্গবন্ধু কলেজের সামনে জাবালে নূর পরিবহনের একটি বাস থামিয়ে কাগজ দেখতে চান বাদশা আলমগীর।

তখন বাসচালক কাগজ দেখাতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করেন তিনি। এসময় ঘটনাস্থলের পাশে দায়িত্বরত পুলিশ এসে তার পরিচয় জানতে চেয়ে চ্যালেঞ্জ ছুড়লে বেরিয়ে আসে বাদশা আলমগীর একজন ভুয়া ম্যাজিস্ট্রেট। পরে তাকে আটক করা হয়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, দুপুরে বাদশা আলমগীর নামে এক ভুয়া ম্যাজিস্ট্রেটকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে।
 
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
এমএমআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।