ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

গুলশানে গৃহপরিচারিকা ধর্ষণের শিকার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
গুলশানে গৃহপরিচারিকা ধর্ষণের শিকার

ঢাকা: রাজধানীর গুলশানে গৃহকর্তা দ্বারা এক গারো গৃহপরিচারিকা তরুণী (১৬) ধর্ষণের শিকার হয়েছে। 

বুধবার (১৩ ফ্রেরুয়ারি) সকালে গুলশান কালাচাদপুর এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।

গৃহকর্ত্রী সুমি (ছদ্মনাম) বাংলানিউজকে জানান, স্বামী ইউসুফের (৪৫) সঙ্গে তিনি গুলশান কালাচাদপুর এলাকায় একটি বাসায় ভাড়া থকেন।

তিনি একটি অ্যাম্বাসিতে রান্নার কাজ করেন ও তার স্বামী একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। গত মাসে ওই গৃহপরিচারিকা তাদের বাসায় কাজ শুরু করেন।

তিনি জানান, ভোরে তিনি বাসায় তার স্বামী ও ওই গৃহপরিচারিকাকে রেখে কাজে যান। এরপর ওই গৃহপরিচারিকা ফোন করে দ্রুত বাসায় যেতে বলে। পরে বাসায় গিয়ে বিষয়টি শুনে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায়।

নির্যাতনের শিকার ওই তরুণীর বোন লাকি বাংলানিউজকে বলেন, আমাদের দেশের বাড়ি শেরপুরে। নির্যাতনে শিকার ওই তরুণী আমার চাচতো বোন। বাসায় কেউ না থাকার সুযোগে ইউসুফ তাকে ধর্ষণ করেন।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বাংলানিউজকে জানান, বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।