ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

‘গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় আইনের শাসন অপরিহার্য’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
‘গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় আইনের শাসন অপরিহার্য’

যেকোনো গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার জন্য আইনের শাসন প্রতিষ্ঠা অপরিহার্য পূর্বশর্ত। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে বিচার বিভাগের প্রতি অপরিসীম শ্রদ্ধার পরিবেশ নিশ্চিত করতে হবে।

এ কথা বলেছেন সাউথ এশিয়ান ল’ ইয়ার্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন আহমেদ। বুধবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে সাউথ এশিয়ান ল’ ইয়ার্স ফোরামের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের শহীদ সফিউর রহমান অডিটেরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখছিলেন তিনি।

শেখ সালাহউদ্দিন বলেন, আইনজীবীরা সমাজের শক্তি। আইনের শাসন প্রতিষ্ঠায় ও বিচারকার্যে আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। আইনজীবীরা সমাজের বিবেক। উন্নয়নের অগ্রযাত্রায় তারাও ভূমিকা রাখতে পারেন।  

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার।

বিশেষ অতিথি ছিলেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবু সাইদ সাগর, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট কাজী নজীবুল্লাহ হিরু, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আবু  ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান হাওলাদার।

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।