ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পাংশায় বাস খাদে পড়ে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
পাংশায় বাস খাদে পড়ে নিহত ২

রাজবাড়ী: রাজবাড়ীর পাংশা উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ যাত্রী নিহত হয়েছে।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের গোপালপুর গ্রামের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়া জেলার নন্দিগ্রাম থানার পূর্ব বাঁশবাড়িয়া গ্রামের বাদশা মিয়ার ছেলে মিলন হোসেন (২২) ও কাতেব আলীর ছেলে জামাল হোসেন (২৫)।

নিহতরা মাগুড়া জেলা থেকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে আসছিলো।

পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রেজাউল করিম বাংলানিউজকে জানান, খবর পেয়ে রাত পৌনে ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছে পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে।

এ ব্যাপারে পরবর্তীতে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।