ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
চাঁদপুরে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ৩

চাঁদপুর: চাঁদপুরে ২০ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর-শরীয়তপুর নৌরুটের কেতুকি ফেরি থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব-১১ কুমিল্লার এএসপি অহিদুর রহমান বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল থেকে একটি পিকআপ অনুসরণ করা হয়।

পিকআপটি চাঁদপুর-শরীয়তপুর নৌরুটের কেতুকি ফেরিতে উঠলে তল্লাশি করা হয়। তল্লাশির এক পর্যায়ে ২০ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়। আটকদের সঙ্গে জড়িত অন্য মাদক ব্যবসায়ীদের কাছে আরও ইয়াবা থাকতে পারে। সেজন্য তাদের নাম এখনই বলা সম্ভব হচ্ছে না। অভিযান শেষ হলে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।