ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ড. মোমেনকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
ড. মোমেনকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হওয়ায় ড. এ কে আব্দুল মোমেনকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইকেল আর পম্পেই। মোমেনের নেতৃত্বে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরো শক্তিশালী হবে বলেও প্রত্যাশা করেন তিনি।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সূত্র জানায়, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইকেল আর পম্পেই মোমেনকে পাঠানো এক বার্তায় অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন, ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরো শক্তিশালী হবে।

 

বাংলাদেশ ১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরনার্থীদের আশ্রয় দেওয়ায় সরকার ও জনগণের প্রশংশা করেন পম্পেই।  

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।