ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কামারখন্দে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
কামারখন্দে ২ প্রতিষ্ঠানকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের ভেজালবিরোধী অভিযান। ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির অভিযোগে সিরাজগঞ্জের কামারখন্দে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলম এ রায় দেন।

ইউএনও জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জামতৈল বাজারে অভিযান চালানো হয়।

অভিযানে মেয়াদোত্তীর্ণ ভেজাল কীটনাশক বিক্রির দায়ে মণ্ডল ট্রেডার্সকে ৩০ হাজার ও রমজান ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।  
 
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।