ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কাস্টমসেও আসছে সশস্ত্র বাহিনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
কাস্টমসেও আসছে সশস্ত্র বাহিনী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রেড চ্যানেল ও গ্রিন চ্যানেলের আনুষ্ঠানিক উদ্বোধন

ঢাকা: কাস্টমসের জন্য আলাদা সশস্ত্র বাহিনী আসছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।

তিনি বলেন, এ বাহিনী গঠনে ইতোমধ্যে পোশাক নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি কাস্টমসের জনবল সংকট মোকাবেলায় নেওয়া হয়েছে কার্যকর পদক্ষেপ।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রেড চ্যানেল ও গ্রিন চ্যানেলের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এসব তথ্য জানান তিনি।

মোশাররফ হোসেন ভুঁইয়া বলেন, আমাদের কাস্টমসে জনবল সংকট প্রকট। জনবল সমস্যার কারণে অনেক গুরুত্বপূর্ণ কাজে বাধা তৈরি হয়। আমরা এটার কার্যকর পদক্ষেপ নিয়েছি। আগামী জুনের মধ্যেই বিমানবন্দর কাস্টমসে প্রায় ১৩০ জনকে নিয়োগ করা হবে। যাদের আবেদন আগেই শেষ হয়েছে।

তিনি বলেন, আমাদের দেশে গ্রিন চ্যানেল ও রেড চ্যানেল ছিলো। কিন্তু গত ৫ বছর ধরে নানা কারণে বন্ধ ছিল। আমরা আবার যাত্রী সেবার লক্ষ্যে এগুলো চালু করেছি। এতে আমাদের রাজস্ব আয় কিছুটা বাড়বে। যদিও বন্দরের রাজস্ব আসে মালামাল থেকে।

তিনি আরও বলেন, কোনো যাত্রী যদি রেড চ্যানেল দিয়ে যায় এবং সে শিকার করেন যে নির্ধারিত পণ্যের বেশি মালামাল আছে। সেক্ষেত্রে তার কাছ থেকে শুধু ট্যাক্স নেওয়া হবে, জরিমানা না। তবে কোনো যাত্রী যদি গ্রিন চ্যানেল অতিক্রম করেন এবং তার কাছে নির্ধারিত ওজনের বেশি বা ট্যাক্সযুক্ত পণ্য থাকলে সে যাত্রীকে জরিমানাসহ ট্যাক্স দিতে হবে।  

এনবিআর কমিশনার বলেন, বিশ্বের বিভিন্ন দেশে কাস্টমসে আলাদা স্বশস্ত্র বাহিনী আছে। এর মাধ্যমে তারা অভিযান পরিচালনা করেন। আমাদের দেশেও শিগগিরই আলাদা স্বশস্ত্র বাহিনী আসছে। এজন্য ইতোমধ্যে পোশাক নির্ধারণ করা হয়েছে। বাকি কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ হবে।

ঢাকা কাস্টমস কমিশনার আব্দুল মান্নান শিকদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাস্টমস অডিট সদস্য খন্দকার মোহাম্মদ আমিনুর রহমান, কাস্টমস ভ্যাট ও এডমিন সদস্য প্রকাশ দেওয়ান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
ইএআর/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।