ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

এবার কার সার্ভিস নিয়ে এলো পিকমি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
এবার কার সার্ভিস নিয়ে এলো পিকমি কেক কেটে উদ্বোধন করা হলো পিকমি কার সার্ভিস

ঢাকা: মোটরসাইকেলের পর এবার 'কার সার্ভিস' চালু করল অ্যাপভিত্তিক অন-ডিমান্ড রাইড শেয়ারিং সেবাদানকারী প্রতিষ্ঠান ‘পিকমি’। 

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর একটি রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে সার্ভিসটি উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর থেকেই সার্ভিসটি ব্যবহার করা যাচ্ছে।

 

২০১৮ সালের সেপ্টেম্বর মাসে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছিল ওমর আলী রাজ নামে একজন বাংলাদেশি উদ্যোক্তা পরিচালিত অ্যাপ পিকমি। এরই মধ্যে তাদের মোটরসাইকেল সার্ভিসটি জনপ্রিয়তা অর্জন করেছে।  

সার্ভিসটি উপভোগ করতে গুগল প্লে-স্টোর অথবা অ্যাপস্টোর থেকে পিকমি ইউজার অ্যাপ এবং রাইডার হিসেবে যোগ দিতে পিকমি রাইডার অ্যাপ ডাউনলোড করে নিতে হবে।

পিকমির সিনিয়র ম্যানেজার, বিজনেস অপারেশনস শরিফুল ইসলাম তারেক বাংলানিউজকে জানান, কার সার্ভিস উদ্বোধন উপলক্ষে এ মাসব্যাপী ২০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে ব্যবহারকারীদের। এছাড়া রাইডারদের জন্যও থাকছে আকর্ষণীয় বোনাস।  
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানটির পরিচালক মেশকাত হোসেন, সিওও অমিত চক্রবর্তী, বিজনেস অপারেশনস শরিফুল ইসলাম তারেক, হেড অব অপারেশনস আসলাম আলী খানসহ পিকমি পরিবারের সদস্যরা।  

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।