ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে কারখানার তুলার গুদামে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
টঙ্গীতে কারখানার তুলার গুদামে আগুন মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। ছবি: বাংলানিউজ

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) টঙ্গীর বাদাম এলাকায় ‘অ্যানন ট্রেক্স’ নামে একটি পোশাক কারখানার তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান বাংলানিউজকে বলেন, টঙ্গীর বাদাম এলাকায় রাত সাড়ে ৯টার দিকে অ্যানন টেক্স নামে একটি কারখানার তুলার গুদামে আগুন লাগে। মুহূত্বের মধ্যে এ আগুন ছড়িয়ে পড়ে।  

খবর পেয়ে টঙ্গী, জয়দেবপুর, ইপিজেড ও উত্তরা ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে আগুন লাগার সূত্রপাতের বিষয়ে কিছু জানা সম্ভব হয়নি বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ২৩২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
আরএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।