ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

নারী শ্রমিকদের পরিচ্ছন্নতা নিয়ে আইসিডিডিআর,বি’র গবেষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
নারী শ্রমিকদের পরিচ্ছন্নতা নিয়ে আইসিডিডিআর,বি’র গবেষণা আইসিডিডিআর,বি’র প্রশিক্ষণ কর্মশালা, ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশে প্রায় সাড়ে চার হাজার পোশাক কারখানায় কাজ করেন ৪২ লাখ নারী শ্রমিক। কর্মক্ষেত্রে এ শ্রমিকেরা নিরাপদ পানি, স্যানিটেশন, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যসম্মত মাসিক ব্যবস্থাপনার (এমএইচএম) সুযোগ-সুবিধা পাচ্ছেন কি না, পেয়ে থাকলে তা ব্যবহারের ক্ষেত্রে প্রচলিত অভ্যাসগুলো কতটুকু স্বাস্থ্য উপযোগী সে সম্পর্কে খুব কম জানা যায়।

সার্বিক অবস্থা জানার জন্য গত বছরের মার্চ মাস থেকে যৌথভাবে একটি নতুন গবেষণা পরিচালনা করছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর, বি) ও যুক্তরাজ্যের দ্য ওয়াটারলু ফাউন্ডেশন।

এ গবেষণার মূল উদ্দেশ্য হলো দু'টি।

এক. তৈরি পোশাক কারখানায় এমএইচএমের প্রচলিত সুযোগ-সুবিধা এবং অনুশীলনের উন্নয়নের মাধ্যমে তথ্যভিত্তিক কৌশল প্রণয়ন করা। দুই. অন্যান্য কারখানায় তা প্রয়োগের পথ তৈরি করা।

এ গবেষণার অংশ হিসেবে বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরে অবস্থিত আহমেদ ফ্যাশনস কারখানায় শ্রমিকদের সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ পানি, স্যানিটেশন সংশ্লিষ্ট প্রচলিত ভুল অভ্যাসগুলো পরিবর্তন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

এতে কর্মীদের নিরাপদ পানি, পয়ঃব্যবস্থাপনা এবং স্বাস্থ্যবিধি অনুশীলন সম্পর্কে আচরণগত পরিবর্তন আনার বিভিন্ন পদ্ধতি ও কৌশলের ওপর জোর দেওয়া হয়।  কারখানার ৫০জন কর্মী অংশ নেন। আইসিডিডিআরবি’র ইনফেকশাস ডিজিজেস ডিভিশনের রিসার্চ ফেলো আয়েশা আফরিন প্রশিক্ষণটি পরিচালনা করেন।

কর্মশালায় আইসিডিডিআরবি’র গবেষণাটির প্রধান গবেষক এবং সহকারী বিজ্ঞানী মাহবুব-উল আলম বলেন, লাখ লাখ নারী যারা কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশের উন্নতি সাধন করে চলেছেন। তাদের সুস্বাস্থ্য এবং স্বাস্থ্যসম্মত পরিষ্কার-পরিছন্নতার বিষয়ে আমরা খুব অল্পই জানি। এক্ষেত্রে আমরা এ-অবস্থার বাস্তব চিত্র জানতে চাই এবং নারী-বান্ধব স্বাস্থ্য উপযোগী ব্যবস্থা উন্নয়নের উপায় বের করতে চাই। ভবিষ্যতে আমরা আরও নতুন নতুন তৈরি পোশাক কারখানায় এ গবেষণার কাজকে সম্প্রসারিত করার বিষয়ে আশাবাদী।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
এমএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।