ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বেলকুচিতে ট্রাকচাপায় ভ্যান চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
বেলকুচিতে ট্রাকচাপায় ভ্যান চালক নিহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে ট্রাকচাপায় আব্বাস আলী (৩০) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ-বেলকুচি আঞ্চলিক সড়কের আমবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত আব্বাস আরী আমবাড়িয়া পশ্চিমপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে।

 

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে ভ্যান চালিয়ে আমবাড়িয়া এলাকা থেকে বেলকুচি যাচ্ছিলেন আব্বাস আলী। এ সময় সিরাজগঞ্জ থেকে এনায়েতপুরগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালক ও হেলপারসহ ট্রাকটিকে আটক করে।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।