ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে ফেনসিডিলসহ ২ মাদকবিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
ঝিনাইদহে ফেনসিডিলসহ ২ মাদকবিক্রেতা আটক কলা ভর্তি পিকআপভ্যান ও আটক চালক এবং হেলপার। ছবি: বাংলানিউজ

ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের বাইপাস এলাকা থেকে ফেনসিডিলসহ দুই বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা। 

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে তাদের আটক করা হয়। এরা হলেন- ঢাকার নবাবগঞ্জ থানার রূপারচর এলাকার মৃত লাভলু মিয়ার ছেলে আলামিন বাবু (৩১) ও ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে হাসান মিয়া (২৮)।

ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শহরের বাইপাস এলাকায় চেকপোস্ট বসায় তারা। এসময় ঝিনাইদহের কালীগঞ্জ থেকে ঢাকাগামী কলা বোঝাই একটি পিকআপভ্যানে তল্লাশি চালিয়ে বস্তাবন্দি ৫৬১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।  

এসময় চালক আলামিন বাবু ও হেলপার হাসান মিয়াকে আটক করা হয়। আটক চালক ও হেলপার দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিলেন বলে জানিয়েছে র‌্যাব।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।